শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় খাগড়াছড়িতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আবারও গণপিটুনির ঘটনায় একজনের মৃত্যুর খবরে উত্তপ্ত পার্বত্য জেলা খাগড়াছড়ি। এই ঘটনায় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সোমবার দুপুর থেকে কয়েক দফায় সংঘর্ষ ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে জানিয়েছেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
দুপুরে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুলের শিক্ষক সোহেল রানাকে পিটিয়ে হত্যা করে একই প্রতিষ্ঠানের পাহাড়ি শিক্ষার্থীরা।
স্থানীয়রা ওই সাংবাদিক জানান, বেশ কয়েক বছর আগে সোহেল রানার বিরুদ্ধে এক পাহাড়ি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মামলা হয়েছিল। পরে সেই মামলা থেকে খালাসও পেয়েছিলেন মি. রানা।
মঙ্গলবার দুপুর একটার দিকে ওই স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যার খবর ছড়িয়ে পড়লে পাহাড়ি ও বাঙালি ছাত্রদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
জেলা শহরের টেকনিক্যাল স্কুল কলেজসহ বেশ কয়েক জায়গায় পাহাড়ি বাঙালিদের মধ্যে সংঘর্ষও হয়। এতে বেশ কয়েকজন আহতও হয়েছে।
এসময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও আগুন লাগিয়ে দেয়া হয়েছে।
জেলা প্রশাসক মি. সহিদুজ্জামান বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই ১৪৪ ধারা জারি করা হয়েছে।

0 coment rios: