গত ২৮ সেপ্টেম্বর শাকিব খানের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিপিএল নিয়ে একটি পোস্ট করা হয়। সেখানে একটি স্থিরচিত্রের সঙ্গে ক্যাপশনে লেখা হয়, ‘বিপিএল-এর ১১তম আসরে ঢাকা টিমের জন্য আসছে এক বিশাল চমক, কিন্তু দলের নাম কী হবে? আপনার পছন্দের সেরা নামের আইডিয়া কমেন্টে জানান, আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার!’
দর্শকের মতামতের ভিত্তিতে চূড়ান্ত নাম নির্ধারণ করার পর, বুধবার সন্ধ্যায় গুলশানে রিমার্ক হারল্যানের হেড অফিসে আনুষ্ঠানিকভাবে ‘ঢাকা ক্যাপিটালস’ টিমের লোগো উন্মোচন করেন শাকিব খান, যিনি দলের মালিক। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ও চিত্রনায়ক মামনুন ইমন, ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী কর্মকর্তা আতিক ফাহাদসহ অন্যান্য অতিথিরা।
ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শাকিব খান জানিয়েছেন, আসন্ন বিপিএলে তাঁদের দলের নাম প্রস্তাব করার জন্য দেশ-বিদেশ থেকে তাঁর ভক্ত এবং ক্রিকেটপ্রেমীদের কাছ থেকে অসাধারণ সাড়া পেয়েছেন। যা তাঁকে খুব অনুপ্রাণিত করেছে। তিনি আরও আশাবাদ ব্যক্ত করেছেন যে, ক্রিকেটাঙ্গনে তাঁর এই নতুন যাত্রা অত্যন্ত দারুণ হবে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শাহরুখ খান, প্রীতি জিনতা, জুহি চাওলা, শিল্পা শেঠির মতো তারকাদের বিভিন্ন দলের মালিকানায় দেখা গেছে। এবার সেই চিত্র বাংলাদেশেও দেখা যাবে। যেন শাহরুখ খানের পথেই হাঁটলেন শাকিব খান। আসন্ন ১১তম বিপিএলের আসরে শাকিব খান একটি ক্রিকেট টিম কিনেছেন। বিষয়টি ক্রিকেটপ্রেমী ও ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরা বেশ ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।
.png)
0 coment rios: