সোশ্যাল মিডিয়ায় কত অদ্ভুত জিনিস ভাইরাল হয়, তা নেটপাড়ায় যারা নিয়মিত সময় কাটান, তারা ভালোভাবেই জানেন। গান, ছবি বা ভিডিও—ভাইরাল হওয়ার প্রতি মানুষের আকর্ষণ যেন অতুলনীয়। একবার ভাইরাল হলে জীবনটা যেন বদলে যায়! লাইমলাইটে থাকতে কে না চায়? এজন্য অনেকেই সমস্ত সীমা অতিক্রম করতেও প্রস্তুত থাকেন।
নেটপাড়ায় একটু ঘুরলেই চোখে পড়বে অনেক ভিডিও, যেগুলি দ্রুত ভাইরাল হয়ে যায়। সম্প্রতি এমন একটি ভিডিও নিয়ে বেশ আলোচনা চলছে। ভিডিওটিতে এক তরুণীকে সম্পূর্ণ আয়না দিয়ে ঢেকে গানের তালে কোমর দোলাতে দেখা যাচ্ছে। তার এই অভিনব কাণ্ডে নেট দুনিয়ায় ব্যাপক শোরগোল পড়ে গেছে।
ভাইরাল ভিডিওর শুরুতে দেখা যায়, একটি বাড়ির সিঁড়িতে একজন ব্যক্তি বসে আছেন। পাশের উঠোনে একটি খাটিয়ায় বসে রয়েছেন দুই মহিলা। কিন্তু ভিডিওতে আসল টুইস্ট তখনই আসে, যখন এক তরুণী তাঁদের সামনে এসে নাচতে শুরু করেন। তাঁর শরীরে কোনও পোশাক নেই; বরং বিভিন্ন আকারের আয়না দিয়ে ঢেকে রাখা হয়েছে। এই অদ্ভুত আয়না দিয়ে তৈরি পোশাক পরে তিনি ক্যামেরার সামনে কোমর দোলাতে শুরু করেন। পিছনের লোকটিও তরুণীর এই বিশেষ পোশাক দেখে অবাক হয়ে গেছেন।
ভিডিওটি ভাইরাল হতেই নেটনাগরিকরা বিভিন্ন মন্তব্য করতে শুরু করেছেন। কিছু লোক তরুণীকে উরফি জাভেদের সঙ্গে তুলনা করেছেন। উল্লেখ্য, উরফিও এর আগে এমন আয়না দিয়ে তৈরি পোশাক পরে ভিডিও শেয়ার করেছেন।

0 coment rios: