Wednesday, October 9, 2024

পশ্চিমবঙ্গে দুর্গাপূজায় অসুর রূপে আরজি করের অভিযুক্ত

 

ctn news

কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় আরজি কর মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নাম জড়িয়েছে। সম্প্রতি ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই তাকে গ্রেফতার করেছে। অভিযুক্ত সন্দীপ ঘোষকে অনেকেই সমাজের অসুর হিসেবে দেখছেন। তাই এবারের দুর্গাপূজায় তার আদলেই অসুরের মূর্তি তৈরি করা হয়েছে। এরকম একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।



পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বহরমপুর স্বর্গধাম সেবক সংঘের দুর্গাপূজার অসুরের মুখ অবিকল আরজি করের অভিযুক্তের মতো তৈরি করা হয়েছে। মৃৎশিল্পী অসীম পাল সেই মূর্তিটি তৈরি করেছেন।

যদিও পূজা কমিটির পক্ষ থেকে এই ধরনের দাবি সরাসরি অস্বীকার করা হয়েছে, সাধারণ মানুষ কিন্তু অসুরের মুখে সন্দীপ ঘোষের প্রতিচ্ছবিই দেখতে পাচ্ছেন।



এক দর্শনার্থী বলেন, ‘যেমন এখানে পশুর বধ হচ্ছে, তেমনই আমরা চাই দোষীরা শাস্তি পাক। তিলোত্তমার অপরাধীরা সাজা পাবে।’


অন্যদিকে, পূজা উদ্যোক্তা বলেন, ‘এবার আমাদের ৭৮তম বর্ষ। প্রতিমা বিভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে। প্রতি বছর মা দুর্গার আলাদা ধরনের অসুর তৈরি করার চেষ্টা করি। তবে সন্দীপ ঘোষকে অসুর বানানোর কোনো পরিকল্পনা আমাদের ছিল না। নারীদের সম্মানহানি নিয়ে কথা অন্য ব্যাপার, কিন্তু প্রতিমার ক্ষেত্রে এমন কোনো ভাবনা আমরা করিনি।’

শেয়ার করুন

0 coment rios: