যে টিকিটের মূল্য ২,৫০০ থেকে ৩৫,০০০ রুপি, সেটি কালোবাজারে ৯ লাখ রুপি পর্যন্ত বিক্রি হচ্ছে। আগামী জানুয়ারিতে মুম্বাইয়ে 'মিউজিক অব দ্য স্পিয়ারস' ট্যুরে কোল্ডপ্লে গান গাইবে। আট বছর পর ভারতে আসছে এই ব্রিটিশ রক ব্যান্ড। তারা ১৮, ১৯ ও ২১ জানুয়ারি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে পারফর্ম করবে।
ভারতীয় ভক্তরা কোল্ডপ্লে শুনতে উন্মুখ। টিকিট বিক্রির দায়িত্বে রয়েছে অনলাইন টিকেটিং প্ল্যাটফর্ম বুকমাইশো। ২২ সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুর ১২টায় টিকিট বিক্রি শুরু করে প্ল্যাটফর্মটি, এবং কয়েক মিনিটের মধ্যে সব টিকিট বিক্রি হয়ে যায়।
মোট ১,৮০,০০০ টিকিট ছাড়া হয়েছে, কিন্তু টিকিট কাটতে এক কোটিরও বেশি ভক্ত বুকমাইশোতে ঢুঁ মেরেছিলেন। টিকিটের জন্য ভক্তদের চাপের কারণে প্ল্যাটফর্মটির ওয়েবসাইট ও অ্যাপ ক্র্যাশ করে যায়। অল্প সংখ্যক ভক্ত টিকিট পেলেও বেশিরভাগকে খালি হাতে ফিরতে হয়েছে। অনেকেই অভিযোগ করেছেন যে বুকমাইশোতে টিকিট না পেলেও কালোবাজারে চড়া দামে টিকিট বিক্রি হচ্ছে এবং এর পিছনে বুকমাইশোরও হাত রয়েছে।
সমালোচনার মুখে গত সোমবার মুম্বাই পুলিশ বুকমাইশোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আশীষ হেমজারানিকে তলব করে। তবে বুকমাইশো কালোবাজারিতে টিকিট বিক্রির অভিযোগ অস্বীকার করেছে।
“ভারতের আইনে কালোবাজারে টিকিট বিক্রি দণ্ডনীয় অপরাধ। বুকমাইশো সব সময়ই এর বিরুদ্ধে রয়েছে,” এক বিবৃতিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

0 coment rios: