Monday, September 30, 2024

হাসানের ঝুলিতে অনেক উইকেট দেখছেন মাঞ্জরেকার


ভারতের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর বল প্রদর্শন করছেন হাসান মাহমুদ। কদিন আগে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর এবার চেন্নাইতে ভারতের বিপক্ষে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের কোনো বোলারের ভারতের মাটিতে সেরা বোলিংয়ের রেকর্ড গড়লেন তিনি। 


রবিউল ইসলামের পর বিদেশে অনুষ্ঠিত টেস্টে টানা ২ ইনিংসে ৫ উইকেট নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের দ্বিতীয় বোলার হলেন হাসান। এম এ চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম দিনেই তিনি রোহিত শর্মা, গুবমান গিল এবং বিরাট কোহলিকে আউট করে ভারতের ব্যাটিংকে নড়বড়ে করে দেন। দ্বিতীয় সেশনে ঋষভ পন্তকেও ফিরিয়ে দেন। 


তবে পঞ্চম উইকেটের জন্য দ্বিতীয় দিনের প্রথম সেশন পর্যন্ত অপেক্ষা করতে হয়। যশপ্রীত বুমরাকে আউট করে এই ৫ উইকেট পূর্ণ করেন হাসান, যা ভারতের প্রথম ইনিংসের শেষ সংকেত দেয়। 


হাসানের দুর্দান্ত বোলিং দেখে ভারতীয় সাংবাদিকরা জানতে চেয়েছিলেন, "কে এই হাসান?"। ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে এবং সঞ্জয় মাঞ্জরেকারও তাঁর প্রশংসা করেছেন। মাঞ্জরেকার বলেন, "হাসান মাহমুদ শক্তিশালী এবং নিখুঁত। তাঁকে গতি কমাতে হবে না।" 


হার্শা ভোগলে হাসানকে যথাযথ বোলার হিসেবে উল্লেখ করে বলেন, "তিনি দুই দিকেই সুইং করাতে পারেন, যা টেস্ট ক্রিকেটে গুরুত্বপূর্ণ।" 


চেন্নাইয়ে প্রথম ইনিংস শেষ হওয়ার পর পর্যন্ত হাসানের ৪ টেস্টে ১৯ উইকেট, ২২ ওয়ানডেতে ৩০ উইকেট এবং ১৮ টি-টোয়েন্টিতে ১৮ উইকেট রয়েছে।


শেয়ার করুন

0 coment rios: